Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপ আতঙ্ক ছড়িয়ে দোকান থেকে টাকা লুট

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১৮:০৩

চট্টগ্রাম ব্যুরো: বিষধর সাপ দেখা গেছে বলে আতঙ্ক ছড়িয়ে এক দোকান থেকে প্রায় দেড় লাখ টাকা নিয়ে চার যুবক পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী থানায় এ অভিযোগ করেছেন ‘মেসার্স ভাণ্ডারী এন্টারপ্রাইজ’ নামে একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানের মালিক নুর আহমদ। বোয়ালখালী পৌর সদরের বুড়িপুকুর পাড় এলাকায় দোকানটিতে এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ‍ফুটেজ সংগ্রহ করেছে।

বিজ্ঞাপন

নুর আহমদ জানিয়েছেন, আজ সকাল ৮টার দিকে তিনি যথারীতি দোকান চালু করেন। তখন সড়কে লোকজনের আনাগোনা তেমন ছিল না। হঠাৎ এক যুবক এসে দোকানের পাশে বিষধর সাপ দেখার কথা বলে চিৎকার করতে থাকে। শুনে আরও দু’জন যুবক সেখানে গিয়ে তারাও চেঁচামেচি করে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে।

তিনি আরও জানান, এসময় নুর আহমদ দোকান থেকে বের হয়ে সাপ দেখতে যান। তিনি সেখানে যাবার পর তিন যুবক আস্তে আস্তে সরে পড়ে। দোকানে ফিরে তিনি দেখেন, ক্যাশবাক্সের ড্রয়ার খোলা, সেখানে আলাদাভাবে রাখা এক লাখ ৪১ হাজার টাকার একটি বান্ডিল নেই। সড়কে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিন যুবক তাকে সাপের কথা বলে ব্যস্ত রাখে এবং আরেক যুবক ফাঁকা দোকানে ঢুকে টাকাগুলো পকেটে ঢুকিয়ে নেয়।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, ‘সাপ আতঙ্ক ছড়িয়ে এক দোকান থেকে টাকা চুরির একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। জড়িতদের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম সাপ আতঙ্ক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর