Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদত্যাগের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যেই উপনির্বাচন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১৬:০৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৬:০৪

মো. আলমগীর, ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের গেজেট প্রকাশের পর ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘বিএনপির নির্বাচনে অংশ নেবে কি করবে না এটা রাজনৈতিক ব্যাপার। কমিশনের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত করা। বিএনপির দাবি থাকুক বা না থাকুক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম ব্যবহার করবে কমিশন।’

বিজ্ঞাপন

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি’সহ সবার আস্থা ফেরাতে কাজ করবে ইসি। কোনো একটি দলের কথায় কমিশন পদত্যাগ করবে না বলেও জানান ইসি কমিশনার।

সংসদ থেকে পদত্যাগ করলেন বিএনপির এমপিরা

উল্লেখ্য, শনিবার বিকেলে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে। এরই ধারাবাহিকতায় রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির সাত এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এসময় সশরীরে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এদিন বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে হারুন অর রশিদের পদত্যাগ পত্রে তার স্বাক্ষর স্ক্যান থাকায় সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি স্পিকার। আর আবদুস সাত্তারের স্বাক্ষর যাচাইবাছাই করে দেখা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন:
‘আবার আসিব ফিরে’ বলে পদত্যাগ বিএনপির এমপিদের
বিস্মিত স্পিকার, সন্দেশ-কাজুবাদাম দিয়ে ৫ এমপিকে আপ্যায়ন

সারাবাংলা/জিএস/এমও

উপনির্বাচন পদত্যাগ পদত্যাগের গেজেট বিএনপি বিএনপির ৫ এমপি রাজনৈতিক কারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর