Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গোপন অভিলাষ বাস্তবায়ন সরকারের পক্ষে আর সম্ভব না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১৫:৫১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৫:৫৭

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: গোপন অভিলাষ বাস্তবায়ন সরকারের পক্ষে আর সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। একইসঙ্গে শত বাধা উপেক্ষা করে রাজধানীতে বিশাল সমাবেশের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

রোববার (১১ ডিসেস্বর) এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘প্রতিকূলতা কাটিয়ে বিএনপির সমাবেশে স্বতঃস্ফূর্ত জনস্রোত প্রমাণ করছে, বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার গোপন অভিলাষ বাস্তবায়ন সরকারের পক্ষে আর সম্ভব হবে না। বিশাল জনসমাবেশে শুধু নেতা-কর্মী বা সমর্থক নয়, সাধারণ জনগণও সংগ্রামী চেতনায় অংশগ্রহণ করছে। চলমান সাহসী ও প্রতিবাদী রাজনীতিতে সাধারণ জনগণের সম্পৃক্ততা প্রমাণ করে শুধু স্বৈরাচারী সরকারের পরিবর্তনই নয়, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত মুক্তিও নিশ্চিত করতে চায়। সে লক্ষ্যেই প্রয়োজন রাষ্ট্র পরিচালনায় ’নতুন বন্দোবস্ত’ বা ‘বিকল্প মডেল’ তথা শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী জনগণের ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ বাস্তবায়ন। এ লক্ষ্যেই জনগণ নির্ভয়ে রাজপথে জীবন উৎসর্গ করছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চলমান রাজনীতি পরিস্থিতিতে পুলিশের ভয়-ভীতি প্রদর্শন, রাজনৈতিক সহিংসতা, মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বহু রাষ্ট্র ও দূতাবাস। মানবাধিকার লঙ্ঘনসহ সকল অভিযোগ অস্বীকার করার অপকৌশল ও প্রবণতা ভূ-রাজনীতিতে বাংলাদেশকে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি আরও বলেন, বিচার বহির্ভূত হত্যা ও গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)’সহ বিভিন্ন ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশের কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তা সরকারকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা স্বৈরতন্ত্রমুখী হয়ে পড়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের নজরেও আসছে। কিন্তু পরিস্থিতির কোনো বদল ঘটেনি, যেনতেন প্রকারে নির্বাচনী নাটকের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার পাঁয়তারা করছে সরকার। ক্ষমতাসীন সরকারের পূর্বের অবস্থান অব্যাহত রাখলে চলমান সংকট উত্তরণ সম্ভব নয়। সুতরাং গণজাগরণের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের পদত্যাগই হবে সর্বোত্তম পথ।’

বিজ্ঞাপন

এছাড়া প্রচণ্ড বাধা, হুমকি, রক্তপাত, তাণ্ডব, পরিবহন ধর্মঘট, কড়া চেকপোস্ট, পুলিশি অভিযান ও তল্লাশি উপেক্ষা করে ঢাকায় বিশাল সমাবেশের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করায় ওই বিবৃতিতে বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন আ স ম আবদুর রব।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

আ স ম আবদুর রব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর