Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১৫:৩৯

জামালপুর: জামালপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সম্পত্তি পুনরুদ্ধার ও পরিবারের সদস্যদের উপর হামলা এবং স্থানীয় চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম রাজারমোড় এলাকায় মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক, বনগ্রাম যুব উন্নয়ন সংগঠনের পরিচালক প্রকৌশলী মামুন খান, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ছেলে মোজাম্মেল হক।

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশের নাগরিক। আর সেই সম্মানিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের যারা নির্যাতন ও স্থানীয় একটি কুচক্রী মহল বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের পৈত্রিক সম্পত্তি জবরদখল এবং চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েলের সম্মানহানি করতে মিথ্যা, বানোয়াট অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সারাবাংলা/ইআ

বীর মুক্তিযোদ্ধা পরিবার মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর