Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ ঘরে প্রবাসী খুন, ‘ঘটনা রহস্যাবৃত’ বলছেন ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১৪:২৯

খাগড়াছড়ি: মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ির শোওয়ার ঘর থেকে মো. সাজ্জাদ হোসেন (২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যয়জরী মহাজন এই ঘটনাকে ‘রহস্যাবৃত’ বলে জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ‘ঘটনা রহস্যাবৃত, কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই থাকতেন। একভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পরপরই নিজ ঘরে সাজ্জাদকে জবাই করে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার ছেলে কাতারপ্রবাসী মো.সাজ্জাদ হোসেনকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনূর আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।’

এদিকে প্রবাসীর খুনের ঘটনার মূলরহস্য উদঘাটনের দাবি করছেন এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধি বলেন, ‘সাজ্জাদকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খুন করেছে।’

সারাবাংলা/এমও

ইউপি চেয়ারম্যান প্রবাসী খুন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর