‘আবার আসিব ফিরে’ বলে পদত্যাগ বিএনপির এমপিদের
১১ ডিসেম্বর ২০২২ ১২:৪৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৩:৫৪
ঢাকা: একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিরোধী দল বিএনপির সংসদ সদস্যরা। রোববার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে স্পিকারের কক্ষে গিয়ে এই পদত্যাগ পত্র জমা দেন তারা। তারা স্পিকারকে বলেন, ‘আবার আসিব ফিরে।’
এসময় স্পিকার বিস্ময় প্রকাশ করে বলেন, ‘কী কারণে আপনার পদত্যাগ করছেন?’
এর উত্তরে বগুড়া–৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘রাজনীতির কৌশল অনুযায়ী দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করছি। আমরা পদত্যাগ পত্র জমা দিয়ে গৌরব বোধ করছি।’
এরপর স্পিকারের কক্ষ থেকে বের হয়ে আসার সময় সর্বশেষ তারা বলেন, ‘আবার আসিব ফিরে।’
স্পিকার শিরীন শারমিন বলেন, ‘বিএনপির সাত জন এমপির পদত্যাগপত্র আমি পেয়েছি। এর মধ্যে ৫ জন সশরীরে উপস্থিত ছিলেন। আব্দুর সাত্তার সাহেব অসুস্থ থাকায় তিনি আসেননি। তার স্বাক্ষরটি আমরা যাচাই করে দেখবো এবং তার সঙ্গে কথা বলবো।’
আর মো. হারুনুর রশীদ সাহেবের দরখাস্তে তার স্বাক্ষরটি স্ক্যান করা। বিধায় এটির বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া যায়নি, বলেও জানান স্পিকার। তিনি বলেন, ‘তবে বাকি ৬ জনের বিষয়ে আজই আসন শূন্যের গেজেট প্রকাশ করা হবে। আগামী সংসদ অধিবেশনে পদত্যাগের এই বিষয়টি অবহিত করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্পিকার বলেন, ‘আমার কিছু এখানে করণীয় নেই। ৫ জন এমপি সশরীরে এসেছেন। ২ জন আসেননি। তবে তারা ৭টি আবেদনই এনেছেন। প্রত্যেকের সশরীরে এসে পদত্যাগ করার বিধান নেই। তবে স্বাক্ষরগুলো মিলিয়ে দেখতে হবে। ৬ জনের আবেদন একসেপ্ট হয়েছে। হারুনুর রশীদের স্বাক্ষরটি স্ক্যান করা বিধায় এ বিষয়ে এখনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।’
পদত্যাগের কারণ হিসেবে পত্রে বিএনপির সংসদ সদস্যরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে গত ৪ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু সরকার তাদের কথা শোনেনি। ফলে তারা সংসদ থেকে পদত্যাগ করছেন।
সংসদ থেকে পদত্যাগ করলেন বিএনপির এমপিরা
এর আগে, বিরোধী দলের এমপিরা স্পিকারের কক্ষে অনেকক্ষণ আলাপ-আলোচনা করেন। স্পিকার তাদের, সন্দেশ, কাজুবাদাম, অনান্য ফল, চা-কফি দিয়ে আপ্যায়ন করেন।
পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
জানা গেছে, দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. হারুনুর রশীদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার সশরীরে উপস্থিত হতে পারেননি ।
এর আগে, গতকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পদত্যাগের এই ঘোষণা দিয়েছিলেন দলীয় সংসদ সদস্যরা।
সমাবেশে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রথম ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দেন। এরপর অন্য সংসদ সদস্যরা একে একে পদত্যাগের কথা জানান। দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের পক্ষে গোলাম মোহাম্মদ পদত্যাগের কথা জানান।
সারাবাংলা/এএইচএইচ/এমও