Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগের নতুন ৩ বিচারপতিকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১২:০৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১২:০৭

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নব নিযুক্ত তিন বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

পরে দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তারা পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির নতুন বিচারপতিদের গৌরবময় কর্মজীবন পড়ে শোনান।

এরপর সংবর্ধনার জবাবে আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বক্তব্য দেন। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন।

তিন বিচারপতি হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

বিজ্ঞাপন

একইদিন বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নতুন নিয়োগ পাওয়া তিনজনসহ আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯ জন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

বিচারপতি সংবর্ধনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর