যশোরে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত
১০ ডিসেম্বর ২০২২ ২২:৫৪
যশোর: জেলার শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় পিন্টু মোল্লা (২০) নামে এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮ দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ইদগাঁ ময়দানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পিন্টু মোল্লা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মোল্লাপাড়ার আনছার মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, পিন্টু মোল্লা নাভারন থেকে বাগআঁচড়া যাওয়ার উদ্দেশে একটি সিএনজিতে ওঠেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরমুখী একটি ট্রাক ওই সিএনজিকে ধাক্কা দিলে পিন্টু ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এনএস