ক্লান্তি আমার ক্ষমা কর…
৩০ এপ্রিল ২০১৮ ২২:২৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ২৩:২৯
বছর ঘুরে আসে মে দিবস। এ দিন গণমাধ্যমজুড়ে শোভা পায় শ্রমিকের ঘামে ভেজা ছবি। কিছু শ্রমিক এ দিন কাজ ফেলে বিশ্রাম নেয়, অনেকে অধিকার আদায়ে সভাসমাবেশও করে। তবুও এদিন মুক্তি মেলে না কিছু শ্রমিকের। বছরের অন্য দিনগুলোর মতোই মে দিবস আসে তাদের জীবনে। চট্টগ্রামের আনু মাঝির ঘাট ও অন্যান্য এলাকে থেকে ছবিগুলো তুলেছেন রমেন দাশগুপ্ত ও শ্যামল নন্দী।
সারাবাংলা/এমআই