Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় আ.লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, মোটরসাইকেলে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২২ ১৭:০৬

ঢাকা: রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ চলাকালে মুগদায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে একটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কারা আগুন দিয়েছে তা বলতে পারেনি পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ফুটওভারব্রিজের নিচে মোটরসাইকেলটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মুগদা এলাকা গোলাপবাগ মাঠের খুব কাছে হওয়ায় বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই সরগরম রেখেছিল। কেউ সমাবেশে যাচ্ছিল, আবার কেউ সমাবেশ থেকে আসছিল। অন্যদিকে, সকাল থেকেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোড়ে অবস্থান করছিল। বিকেল ৩টার দিকে হঠাৎ দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ধর ধর বলে চিৎকার শোনা যায়। অনেককে ছুটাছুটি করতে দেখা যায়। এরই এক ফাঁকে কে বা কারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, ‘মুগদা এলাকায় একটি মোটরসাইকেলে আগুন লাগার সংবাদ শুনে ইউনিট পাঠানো হয়েছিল। মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর সারাবাংলাকে বলেন, ‘মুগদা মেডিকেল কলেজের সামনের সড়কে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে কে বা কারা। আমরা সেটি খতিয়ে দেখছি। এলাকাটি মুগদা থানার মধ্যে পড়েনি, পড়েছে শাহজাহানপুর থানার মধ্যে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার সংবাদ পেয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কে বা কারা। আমরা কাজ করছি।’ আগুন কারা দিয়েছে তা বের করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আওয়ামী লীগ বিএনপি মুগদা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর