ভ্যাটকে আধুনিকায়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী
১০ ডিসেম্বর ২০২২ ১৭:০৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৭:১১
ঢাকা: ভ্যাট আদায়ে যেকোনো সময়ের চেয়ে গতি বেড়েছে সে জন্য ভ্যাটকে আরও আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, ‘ভ্যাট আদায়ে গতি বেড়েছে। যেকোনো সময়ের চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভাল কাজ করছে। আমাদের সবাইকে ভ্যাট আদায়ে সহযোগিতা করতে হবে। ব্যবসায়ী এবং এনবিআরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভ্যাট বিভাগকে আধুনিকায়ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা যদি ভ্যাট প্রদানে আরও আন্তরিক হয় তাহলে রাজস্ব বাড়বে। আমাদের উন্নয়নকে আরও বেগমান করতে ভ্যাটের বিকল্প নেই। সবাই মিলে ভ্যাট দিলে দেশের উন্নয়ন বাড়বে।’
দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এক সময় দেশ অনেক পিঁছিয়ে ছিল। কিন্তু সেখান থেকে আমরা এখন অনেক এগিয়ে গিয়েছি। এখন বাজেটের আকার বাড়ছে। দেশের সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে।’
বিশেষ অতিথি বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, ‘যারা নিয়মিত ভ্যাট দিচ্ছে তাদের হয়রানি না করে নতুন নতুন ক্ষেত্র শনাক্ত করার প্রতি জোর দিতে হবে। এখনও যাদেরকে মূসক জালের আওতায় আনা সম্ভব হয়নি তাদেরকে মূসকের আওতায় নিয়ে আসতে হবে। এতে ব্যবসা-বাণিজ্যের বৈষম্য দূর হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে খাতা-পত্র আটক করা, হয়রানি করা, নোটিশ দিয়ে আতঙ্ক সৃষ্টির যে অভিযোগ পাওয়া যায় তা স্থিতিশীল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সহায়ক নয়। তবে যারা ইচ্ছাকৃতভাবে রাজস্ব ফাঁকি দেয় আমরা তাদের পক্ষে নই।’
তিনি আরও বলেন, ‘এনবিআর মেইড ইন বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে তা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ব্যাক ওয়ার্ড ইন্ডাস্ট্রিগুলোকে প্রাধান্য দিতে হবে। এর পাশাপাশি অটোমেশনটা জরুরি। আরেকটি বিষয় হচ্ছে সোর্স ট্যাক্স বা উৎসে কর। রাজস্ব সংগ্রহের অন্যতম উৎসে কর কিন্তু পরবর্তীতে যা সমন্বয় করা হয় না। এ বিষয়টি এনবিআরের ভেবে দেখা উচিত।’
সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন শ্রেণি পেশার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী এবং এফবিসিসিআই প্রেসিডেনট । এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন কমিশনারেটের উদ্যোগে জেলা পর্যায়ে ১২০টি প্রতিষ্ঠানকে শীর্ষ ভ্যাট দাতার পুরস্কার দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসজে/ইআ