Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিন বাজার সেতুতে তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২২ ১৭:২১

ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির ডাকা গণসমাবেশকে কেন্দ্র করে উত্তরাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ গাবতলীর আমিন বাজার সেতুর পশ্চিম ও পূর্ব প্রান্তে তল্লাশি জোরদার করা হয়েছে। এজন্য পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

যানবাহনে তল্লাশির পাশাপাশি সাধারণ পথচারীদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে। শুক্রবার (৯ ডিসেম্বর) আমিন বাজার সেতুর উভয়প্রান্ত ও গাবতলী এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

জুমার নামাজের পর গাবতলীর আমিন বাজার সেতুর পূর্ব প্রান্ত এলাকায় ঢাকায় প্রবেশকারী যানবাহনে পুলিশ ও অস্ত্রধারী আনসার তল্লাশি চালাতে দেখা যায়। তবে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা পরিচয় প্রকাশ না করে বলেন, ‘আমরা স্বাভাবিক তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সকাল থেকেই তল্লাশি অব্যাহত আছে।’

বিকেলে প্রতিটি যানবাহনে পুলিশের তল্লাশির কারণে আমিন বাজার সেতুর পশ্চিম প্রান্তে যানবাহনের গতি ধীর হয়ে যায়। এক পর্যায়ে যানজট তৈরি হতে দেখা যায়। সেখানে কয়েকজন যুবকসহ একটি মাইক্রোবাস আধা ঘণ্টা আটকিয়ে রাখা হয়। তখন রিপন নামে মাইক্রোবাসের এক আরোহীর সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে জানান, ‘আমরা সাভারে কাজ করি। সাভার থেকে নেত্রকোণা আমাদের বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আটক করে রেখেছে। এখন যেতে দিচ্ছে না।’

পরে মাইক্রোবাসের সব আরোহীকে নামিয়ে দেয় পুলিশ। জানত চাইলে আমিন বাজার সেতুর পশ্চিম প্রান্তে আমিন বাজার হাসপাতালের সামনে তল্লাশির দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক রাসেল মোল্লা সারাবাংলাকে বলেন, ‘সকাল থেকে এখানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এখানে সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।’

বিজ্ঞাপন

অটোরিকশা আটকানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মহাসড়কে অটোরিকশা চলাচলের নিয়ম নেই।’ অন্য সময় চলাচল করতে পারলে আজ আটকাচ্ছেন কেন?- এ প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ চেকপোস্ট বসানো হয়েছে, তাই অটোরিকশা আটকানো হচ্ছে।’

এর আগে, গাবতলী, টেকনিক্যাল মোড় ও কল্যাণপুর এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে যান চলাচল অনেক কম। তবে এসব পয়েন্টে পুলিশের পাশাপাশি অস্ত্রধারী আনসার সদস্যদের তল্লাশি চালাতে দেখা যায়।

সারাবাংলা/কেআইএফ/এনএস

আমিন বাজার আমিন বাজার সেতু