রাতারাতি দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়: দুদক চেয়ারম্যান
৯ ডিসেম্বর ২০২২ ১১:১৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২২ ১১:১৭
ঢাকা: দুর্নীতি একটা সামাজিক ব্যাধি, তাই রাতারাতি দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারমান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। এখন কিন্তু সেই আগের অবস্থানে নেই। দুর্নীতি রাতারাতি দূর করা সম্ভব নয়। এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি রাতারাতি দূর করা সম্ভব নয়, ক্রমান্বয়ে দূর হবে। দুর্নীতি থেকে উন্নতি করতে হলে সরকারি দফতর থেকে প্রতিটি জনগণকে সচেতন হতে হবে। দুদক দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর, আমরা সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।’
আব্দুল্লাহ বলেন, ‘দুর্নীতির অর্থ দ্বারা নতুন নতুন অপরাধের জন্ম হয়। একটা সুন্দর সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ার প্রধান প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। সবার প্রতি আমার অনুরোধ দুর্নীতিবাজদের চিহ্নিত করুন। আপনারা জানেন কারা দুর্নীতিবাজ। তাদের সামাজিকভাবে বয়কট করুন। দেখবেন দুর্নীতি বন্ধ হয়ে গেছে।’
এর আগে, সকাল ৮টার দিকে বেলুন উড়িয়ে ২০তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্বোধন করা হয়। রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ‘আনকাকে’র সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে।
সারাবাংলা/এসজে/এমও