Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকবিক্রেতা ধরতে গিয়ে ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২২ ১০:২৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২২ ১২:৫৯

মাগুরা: মাগুরায় এক মাদক বিক্রেতাকে ধাওয়া করে ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‌্যাবের ২ সদস্যসহ তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় র‌্যাবের আরেক সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- র‌্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং অপরজন পিকআপ ভ্যানের চালক। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, ঝিনাইদহ র‌্যাব-৬ এর টহল দল একটি পিকআপভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়। কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপ ভ্যানের চালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে। এসময় র‌্যাবের টহল দল পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে মাগুরা সদরের সাঁইত্রিশ বাজার এলাকায় পৌঁছলে দু’টি গাড়ির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন র‌্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন। আহতাবস্থায় হাপাতালে নেওয়ার পর র‌্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।

সারাবাংলা/এমও

তিন জনের মৃত্যু মাদকবিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর