Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা ফের বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ২৩:৫৩

ঢাকা: রাতে ফের বন্ধ করে দেওয়া হলো বিএনপির কার্যালয়ের সামনের চলাচলের রাস্তা। রাত সাড়ে দশটা থেকে সকাল আটটা পর্যন্ত বন্ধ থাকবে নাইটেঙ্গেল মোড় থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির অ্যাসিস্ট্যান্ট কমিশনার অমিত। সন্ধ্যা থেকে চলাচলের জন্য খুলে দেওয়া হলেও হুট করে কেন বন্ধ করা হলো?- এর উত্তর তিনি দিতে পারেননি। এখানে রাস্তার দুপাশের বাসিন্দাদের পাশাপাশি প্রেসকেও যেতে দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

এই প্রতিবেদকের উপস্থিতিতে বিএনপি কার্যালয়ের উল্টোদিকে অবস্থিত গাজী ভবন ও অন্যান্য গলির বাসিন্দারা গাড়ি ও মোটরসাইকেল নিয়ে প্রবেশ করতে চাইলে সেই অনুমতিও পাওয়া যাচ্ছে না। তাদের বিকল্প রাস্তা ব্যবহারের কথা বলা হচ্ছে।

সারাবাংলা/আরএফ/পিটিএম

বন্‌ধ বিএনপি কার্যালয় সামনের রাস্তা