Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলা দেখতে বহিরাগতদের ঢাবিতে না আসার আহ্বান

ঢাবি করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ২৩:৩৬

ঢাকা: বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বড় পর্দায় খেলা না দেখার ‘আহ্বান’ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য বড় পর্দায় ২০২২ সালের বিশ্বকাপের খেলা দেখার আয়োজন করা হয়েছে। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন। এতে পরিবেশ বিঘ্নিত হয়।

এই অবস্থায় শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে খেলা না দেখার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর