Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলাকায় পাহারা বসিয়ে বিএনপিকে ঠেকানোর নির্দেশ মাহতাব-নাছিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ২০:৫৩

চট্টগ্রাম ব্যুরো: বিএনপিকে প্রতিহত চট্টগ্রাম নগরীর প্রতিটি এলাকায় সার্বক্ষণিক পাহারা দেওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সন্দেহভাজন কাউকে দেখলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করারও আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহতাব ও নাছির নগরীর ১৫ থানা, ৪৪ সাংগঠনিক ওয়ার্ডে এবং ১৩২ ইউনিটের নেতাদের ‘নগরবাসীর জানমাল রক্ষায়’ সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি আবারও জ্বালাও-পোড়াও শুরু করেছে অভিযোগ করে বিবৃতিতে দুই নেতা বলেন, ‘বিএনপিকে সোহরাওয়ার্দ্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়ার পরও তারা পল্টনের রাজপথে অস্ত্র, বিস্ফোরক এবং লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। সরাতে গেলে উচ্ছৃঙ্খল হয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের ওপর হামলা চালায় এবং ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করে।’

‘এতে প্রমাণিত হয়— বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মহড়া শুরু করে দিয়েছে। তাদের এই কর্মকাণ্ড দেশবাসীর জন্য অশনি সংকেত। আমরা এই অবস্থায় চুপ করে থাকতে পারি না। আমরা তাদের অবশ্যই রাজনৈতিকভাবে প্রতিহত করব এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকব।’

স্থানীয় নেতাদের নির্দেশনা দিয়ে মাহতাব-নাছির বলেন, ‘আজ (বৃহস্পতিবার) থেকে যার যার এলাকায় সার্বক্ষণিক প্রহরায় থাকবেন এবং কোনো ধরনের অঘটনের আভাস পাওয়ামাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন। এলাকায় যারা চিহ্নিত দুষ্কৃতিকারী অথবা সন্দেহভাজন কাউকে দেখামাত্র তাকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেবেন।’

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘাতের পর রাতে চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় যুবদল-ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সারাবাংলা/আরডি/এনএস

আ জ ম নাছির উদ্দীন আওয়ামী লীগ চট্টগ্রাম বিএনপি মাহতাব উদ্দীন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর