Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন বিএনপি নেতা আমান-জুয়েল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ২০:০০

ঢাকা: নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের জুয়েলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অসুস্থ বিবেচনায় তাদের জামিনের আদেশ দেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম এসব তথ্য জানান। এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই জাহিদুল আলম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় তাদের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।

সারাবাংলা/এআই/পিটিএম

আমান-জুয়েল জামিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর