Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১৩:৩৪

গাজীপুর: শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় এস বি এস টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর বারোটায় এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে এস বি এস টেক্সটাইল মিলস লিমিটেডের তুলার গুদামে ধোঁয়া দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুপুর বারোটায় তুলার গুদামে আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে শ্রীপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ার ফলে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট, গাজীপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট, কাপাসিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট, ভালুকা ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

সারাবাংলা/এমও

আগুন টেক্সটাইল মিলস লিমিটেড তুলার গুদাম ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর