Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত মকবুলের স্বজনদের সঙ্গে দেখা করতে হাসপাতালে মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১৩:১৩

ঢাকা: নয়াপল্টনে শর্টগানের গুলিতে নিহত মকবুলের স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল জরুরি বিভাগের লাশ রাখা ঘরের সামনে মকবুলের স্বজনদের সঙ্গে কথা বলেন।

কথা বলা শেষেই মির্জা ফখরুল হাসপাতাল থেকে চলে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্পসময় অবস্থান করেন। পরে জরুরি বিভাগের লাশ রাখা ঘরের সামনে মকবুলের স্ত্রীর সঙ্গে কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মেডিকেলে হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেনন হাসপাতাল পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আরও পড়ুন: ‘নয়াপল্টনে নিহত মকবুল কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না’

সারাবাংলা/এসএসআর/এমও

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিহত মকবুল মির্জা ফখরুল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর