রেলওয়ের নতুন মহাপরিচালক কামরুল আহসান
স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১২:৩৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২২ ১৬:৪৯
৮ ডিসেম্বর ২০২২ ১২:৩৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২২ ১৬:৪৯
ঢাকা: বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল আহসান।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব সালমা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মো. কামরুল আহসান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অবকাঠামো) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।
আগামী ১১ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে।
আরও পড়ুন: পদোন্নতি দিয়ে ‘ডিজি’র দৌড়ে এগিয়ে রাখতে রেলমন্ত্রীর সুপারিশ!
সারাবাংলা/জেআর/এমও