Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১২:২২

ঢাকা: রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৩ বছর।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা ফুটওভার ব্রিজের নিচে কোনো এক যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ওই যুবক।

এসআই মাহবুব হোসাইন আরও জানান, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে হাটাহাটি করছিল। এ সময় যেকোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় কিছুই জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/ইআ

সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর