শুরু তারা করেছে, আমরাও দেখব: ওবায়দুল কাদের
৮ ডিসেম্বর ২০২২ ১২:০২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২২ ১২:২৫
ঢাকা: দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আক্রমণ আমরা করবো না কিন্তু আক্রমণের উসকানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে। অকারণে নিজেরা আক্রমণকারী হতে যাবেন না। শুরু তারা (বিএনপি) করেছে, আমরাও দেখব, ইনশাল্লাহ।’
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয়ের এই সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ করবো, ঢাকা শহরে আর রাস্তা বন্ধ করে সমাবেশ করতে দেওয়া হবে না। আমরাও করবো না। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আমাদেরও সমাবেশ ছিল। সেটা আমরা সেখান থেকে সরিয়ে মহানগর নাট্য মঞ্চে নিয়ে গেছি।’
রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ করে ঢাকা শহরে সমাবেশ হবে না জানিয়ে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আক্রমণ আমরা করবো না কিন্তু আক্রমণের উসকানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে। অকারণে নিজেরা আক্রমণকারী হতে যাবেন না। আমরা সরকারি দল। মাথা ঠাণ্ডা রাখতে হবে। আমরা শান্ত থেকে ঠাণ্ডা মাথায় তাদের মোকাবিলা করতে হবে। যাতে আমাদের কোন বদনাম না হয়, দুর্নাম না হয় আক্রমণকারী হিসাবে।’
সভায় আরও উপস্থিত আছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সায়েম খানসহ অনেকে।
সারাবাংলা/এনআর/এমও