Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে পাহাড়ধসে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১০:০২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২২ ১০:০৩

কক্সবাজার: কক্সবাজারের রামুতে পাহাড় ধসে ৩ নারীসহ একই পরিবারের ৪জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ৯ টার দিকে উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের লর্ট উখিয়ার ঘোনা এলাকায় ঘটে এ ঘটনা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয়রা জানায়, রাতে রান্নাঘরে বসে আজিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা খাবার খাচ্ছিলেন। এসময় পাহাড় ধসে মাটি চাপা পড়েন তারা। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাদের মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- একই এলাকার নজির আহমদের ছেলে আজিজুর রহমান (৫৫) তার স্ত্রী রহিমা খাতুন ( ৪০), পুত্রবধূ নাসিমা আক্তার (২৫) ও শাশুড়ি দিলফুরুজ বেগম (৬৫)।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ টাকা সহায়তা দেন।

সারাবাংলা/এমও

৪ জনের মৃত্যু পাহাড়ধস রামু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর