প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া
সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২২ ১৬:৩৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১৬:৫২
৭ ডিসেম্বর ২০২২ ১৬:৩৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১৬:৫২
ঢাকা: প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। বুধবার (৭ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তোফাজ্জল হোসেন মিয়া সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের স্থলাভিষিক্ত হয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত অপর একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এ ছাড়া, সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসকে আগামী তিন বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদমর্যাদায় বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সারাবাংলা/জেআর/ইএইচটি/ইআ