Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২২ ১৫:২২

নরসিংদী: জেলার রায়পুরা উপজেলার শেরপুরে একটি কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অনলাইন জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। এর আগে, গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শেরপুর পশ্চিম পাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসার (২৫)।

বিজ্ঞাপন

এ বিষয়ে আল আমিন জানান, গতকাল মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কলা বাগান থেকে উদ্ধার হওয়া মুখমণ্ডল বিকৃত করা দুই মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কামরুল ও কাউসারকে গ্রেফতার করা হয়।

তিনি অরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারাসহ মোট ছয়জন এই হত্যায় অংশ নেয়। অনলাইন জুয়া খেলার টাকা লেনদেন ও নারী ঘটিত বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত একটি ছোড়া জব্দ করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া প্রায় অর্ধেক ধূমপান করা লাকিস্ট্রাইক সিগারেটের সঙ্গে আটকের সময় আসামি কাউসারের কাছে প্রাপ্ত লাকিস্ট্রাইক সিগারেটেরও মিল পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।

বিজ্ঞাপন

এর আগে, গত সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাবাগান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/এনএস

জোড়া খুন নরসিংদী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর