‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় এগিয়ে যাচ্ছে ক্রীড়াক্ষেত্র’
৭ ডিসেম্বর ২০২২ ১৪:০৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১৪:১৫
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এবং দিকনির্দেশনায় আমাদের ক্রীড়াক্ষেত্র এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এ মন্তব্য করেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, আমি বহুবার নির্বাচন করেছি আর ভোটের জন্য আপনাদের দারস্থ হয়েছি। আপনারাও ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি স্পোর্টস ক্যারিয়ার থেকে রাজনীতিতে ক্যারিযার গড়েছি। প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে আমাকে বস্ত্র ও পাটমন্ত্রী করেছেন। আমি সেজন্য কৃতজ্ঞ। আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলা খুব পছন্দ করেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় গত ১৪ বছরে আমাদের খেলাধুলার অনেক উন্নতি হয়েছে। আমরা ক্রীড়াক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় অংশ নিচ্ছি এবং পুরস্কার অর্জন করছি।’
তিনি বলেন, ‘আজকের এই খেলায় বাংলাদেশসহ ১৭টি দেশ অংশ নিচ্ছে। ভারত, মালয়েশিয়া, টার্কি, সৌদি আরব, কানাডা, জাপান, জার্মানি, মালদ্বীপ, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, মঙ্গোলিয়া, বাহরাইন, ইরান ও ফিলিপাইন অংশ নিচ্ছে। এই খেলার মাধ্যমে সকল দেশের মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।’
‘এই টুর্নামেন্টে আমাদের খেলোয়াড়রাসহ সবাই তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং ভবিষ্যতে তারা আরও ভাল করবে। আমি সকলের মঙ্গল কামনা করছি। একইসঙ্গে এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাসহ আরও অনেকে।
সারাবাংলা/এসজে/ইআ