Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সংগঠক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২২ ১৩:৪১ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১৪:০৮

প্রতীকী ছবি

রাঙ্গামাটি: জেলার নানিয়ারচরে দুর্বৃত্তের গুলিতে সুবাহু চাকমা (৫৫) ওরফে গিরি নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক স্থানীয় সংগঠক নিহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে সাবেক্ষং এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সুবাহু চাকমা উপজেলার এগারাল্যা ছড়া গ্রামের বিরাজ মোহন চাকমার ছেলে।

ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘আমাদের কর্মী সুবাহু চাকমা গিরিকে নানিয়ারচরের সাবেক্ষং এলাকায় একটি দোকানের পাশে গুলি করে হত্যা করেছে নব্য মুখোশ বাহিনী (ইউপিডিএফ-গণতান্ত্রিক)।’

এ ছাড়া তিনি এ হত্যাকাণ্ডে ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে দায়ী করেন।

তবে এ অভিযোগ প্রসঙ্গে জানতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার জানান, ‘একজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

সারাবাংলা/ইআ

ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট দুর্বৃত্তের গুলি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর