Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২২ ১২:০১ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১২:০৪

দিনাজপুর: জেলার বিরামপুরে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় নিহতদের কাছ থেকে এক লাখ আট হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়।

বুধবার( ৭ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (৩৮) দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে ও সেলিনা বেগম (২৮) একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নওগাঁ সাপাহার থেকে ছেড়ে আসা রংপুর গামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী ছিটকে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি সুমন কুমার মহন্ত জানান, সকালে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরিবারের আপত্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে নিহত দুইজন স্বামী-স্ত্রী কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তাদের কাছ থেকে নগদ এক লাখ আট হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/ইআ

মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর