Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ট্রাক চাপায় ফল ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২২ ১০:৪৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১০:৫০

ফল ব্যবসায়ী মিলন

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ড্রাম ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন এক ফল ব্যবসায়ী। বালু ও মাটি বহনকারী ওই ট্রাকটি চালক বেপরোয়া গতিতে চলাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। নিহত ব্যবসায়ীর নাম মিলন (২৬)।

উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথায় মোড়ে গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ওই উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর প্রামের কালু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন মোটরসাইকেল নিয়ে চারমাথা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে চলতে থাকা বালু ও মাটি বহনকারী ড্রাম ট্রাকটি দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ঢোকার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় ফল ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে এবং চালকের গ্রেফতারের দাবি জানায়। এ সময় উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন বলেন, চালক পারিয়ে গেলেও ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।

সারাবাংলা/এনএস

গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফল ব্যবসায়ী নিহত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর