Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ এশিয়ার পরিচ্ছন্ন নগরী হবে রাজশাহী: খায়রুজ্জামান লিটন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ২০:১৯

রাজশাহী: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আগামীতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হবে রাজশাহী— এমন আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় রাসিক মেয়র এ আশা প্রকাশ করেন।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অন ইনট্রিগেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের আয়োজনে স্টেকহোল্ডারদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক মেয়র। অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়রকেও সম্মাননা স্মারক দেন আয়োজকরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাকে অত্যাধুনিক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে এলজিইডি এর মাধ্যমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামীতে রাজশাহী দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর নগরীতে পরিণত হবে।’

খায়রুজ্জামান লিটন আরও বলেন, ‘সীমিত সম্পদ ও অর্থ দিয়ে এরইমধ্যে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, শান্তি ও নিরাপদ মহানগরীতে পরিণত করতে পেরেছি। নগরীকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নকর্মীরা দিনরাত পরিশ্রম করেন। এরইমধ্যে অত্যাধুনিক ১০টি এসটিএস নির্মাণ করা হয়েছে। রাজশাহীকে আরও সুন্দর করে সাজানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সেকেন্ড সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রজেক্টের ডাইরেক্টর মো. হামিদুল হক, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন প্রকল্পের সার্বিক তুলে ধরেন ওয়েস্ট কনসার্ন কনসালটেন্ট ম্যানেজিং পার্টনার ইফতেখার এনায়েতুল্লাহ। আরও বক্তব্য দেন এআইআইবি’র সিনিয়র ইনভেস্টমেন্ট অপারেশনস স্পেশালিস্ট মি. স্যাংমু কিন, ইনভেস্টমেন্ট অপারেশন স্পেশালিস্ট অংকুর আগারওয়াল, প্রজেক্ট অ্যাডভাইজর জাহিদ খান, সোসাল কনসালটেন্ট শরিফুল ইসলাম, ম্যানেজিং পারটনার ওয়েস্ট কনসার্ন কনসালটেন্ট আবু হাসনাত মো. মাকসুদ সিনহা।

রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের আরও দশটি শহরে এ প্রকল্পটি বাস্তবায়ন হবে। এআইআইবি এর অর্থায়নে রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। প্ল্যান্টের মাধ্যমে বর্জ্য থেকে সার ও গ্যাস উৎপাদিত হবে। গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টটি পরিচালিত হবে।

সভামঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার।

সভায় অভিমত জানিয়ে বক্তব্য দেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কবি আরিফুল হক কুমার, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, রাসিকের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজর আশরাফুল হক।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশন রাসিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর