রাস্তায় ছিটকে পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
৬ ডিসেম্বর ২০২২ ১৬:১৬ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২২ ১৬:১৮
দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (৪০) ও মো. শহীদ (৩৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একটি কুকুরও মারা গেছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার তের মাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শাহীন নীলফামারী জেলার সৈয়দপুরে নয়াবাজার হাওলাদারপাড়ার মৃত সামছাদের ছেলে এবং শহীদ সাহেদপাড়ার মজনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সৈয়দপুর থেকে একটি মোটরসাইকেলে ২ জন আরোহী বীরগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে তের মাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনের রাস্তা পার হওয়া একটি কুকুরকে চাপা দিয়ে রাস্তায় পড়ে যান তারা। এ সময় মোটরসাইকেল রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী ও কুকুরটি মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি রেজাউল হক।
সারাবাংলা/ইআ