Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি ও জেলা আ.লীগ সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ১৪:২৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২২ ১৪:২৫

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের বাসভবনে হামলা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে জেলা শহরের পুরাতন জেলখানা মোড়ের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মনিরুল ইসলাম। জানা যায়, রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে তিনজন আরোহী এসে হঠাৎ ভবনের দিকে ইটপাটকেল মেরে পালিয়ে যায়। এতে ২য় তলার কাঁচ ভেঙে যায়।

বিজ্ঞাপন

ভবনের নাইট গার্ড জানান, হঠাৎ করে এসে এলোপাতাড়ি ইটপাটকেল মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কাঁচ ভেঙে যায়। এসময় ভেতরে ও বাইরে কাঁচের টুকরো ভেঙে পড়ে।

হামলার খবর পেয়ে সাবেক এমপির বাসভবনের নিচে ছুটে যান নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘কৃষক লীগের সম্মেলনকে কেন্দ্র করেই রাতে এই হামলা হয়েছে। সন্ত্রাসীদের কারণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেখানে নিরাপদ নয়, সেখানে আমাদের মতো কর্মীরা কিভাবে আওয়ামী লীগ করব?’ এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ‘এই ধরনের নোংরা রাজনীতি এর আগে ছিল না, কৃষক লীগের সম্মেলনকে কেন্দ্র করেই রাতে হামলা হয়েছে। তবে পুলিশের উপর সাধারণ মানুষের এবং আমার ভরসা নেই। কে বা কারা এই ধরনের নোংরা রাজনীতির পিছনে আছে তা আপনারা সাংবাদিক বের করে সংবাদ করেন।’

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মনিরুল ইসলাম একই ভবনে বসবাস করেন। তিনি বলেন, ‘বাসভবনে হামলার সময় সাবেক এমপি আব্দুল ওদুদ বাসাতেই ছিলেন। হামলার পর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে তারা এসেছে।’

হামলার ঘটনা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ’

সারাবাংলা/এমও

জেলা আ.লীগ সম্পাদক বাসভবনে হামলা সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর