Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ১৩:২২

ঢাকা: অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।

ইসি সচিব জানান, গাইবান্ধা আসনের ১৪৫টি ভোটকেন্দ্রে আগামী ৪ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। সিসিটিভির আওতায় সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

প্রার্থীরা আজ (মঙ্গলবার) থেকেই প্রচারণা শুরু করতে পারবেন। তবে নতুন কেউ প্রার্থী হতে পারবেন না বলেও তিনি জানান।

এর আগে, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটগ্রহণের মাঝপথে নির্বাচন বন্ধ করে দেয় ইসি। ভোট চলাকালে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ৫১টি ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি ৫১টি কেন্দ্রের ঘটনা তদন্ত করে গত ২৭ অক্টোবর ইসিকে প্রতিবেদন দেয়। পরে বাকি ৯৪ কেন্দ্রে অনিয়ম ছিল কি না তা সিসিটিভি ফুটেজ দেখে পর্যবেক্ষণ প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ইসি।

ডিসেম্বরের প্রথমদিকে ইসি জানিয়েছিল, তারা গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের ঘটনায় ১৩৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। তাদের মধ্যে রিটার্নিং কর্মকর্তাও আছেন।

সারাবাংলা/জিএস/এমও

৪ জানুয়ারি উপনির্বাচন গাইবান্ধা-৫

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর