সারাবাংলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
৬ ডিসেম্বর ২০২২ ১২:২৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২২ ২০:২৪
ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটের ৬ বছর যাত্রা উপলক্ষে সারাদেশে কর্মরত ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সারাবাংলা ডটনেটের অর্ধযুগে পদার্পণ উপলক্ষে এই সম্মেলন শুরু হয়। এই সম্মেলন চলে বিকেল ৪টা পর্যন্ত।
সারাবাংলা’র প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন বক্তব্য দেন— দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেটের প্রকাশক বদরুল আলম খান, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, সারাবাংলার ব্যবস্থাপনা সম্পাদক এ এস এম রফিকউল্লাহ, সারাবাংলার মহাব্যবস্থাপক (জি এম) মিয়া ফয়সাল হাসান, যুগ্ম বার্তা সম্পাদক কবীর আলমগীর ও প্রতীক মাহমুদ।
প্রতিনিধি সম্মেলনে অংশ নেন— কুড়িগ্রামের জাহিদুল ইসলাম, দিনাজপুরের সোহেল রানা, বগুড়ার আমজাদ হোসাইন শেখ, গাইবান্ধার গোপাল মোহন্ত, ময়মসিংহের কাজী মোহাম্মদ মোস্তফা, চুয়াডাঙ্গার মাশুকুর রহমান রিফাত, রাঙ্গামাটির প্রান্ত রনি, রাজশাহীর মাহী ইলাহি, যশোরের তহীদ মনি, বেনাপেলের নাসির আহমেদ, গাজীপুরের তাওহীদ কবির, নওগাঁর আব্দুর রউফ পাভেলসহ অনেকে।
এছাড়াও চট্টগ্রাম থেকে অংশ নেন স্পেশাল করেসপন্ডেন্ট (ব্যুরো চিফ) রমেন দাশ গুপ্ত এবং ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
আরও পড়ুন:
সাড়া ফেলুক সারাবাংলা
সময়টা এখন ‘সারাবাংলা’র
অর্ধযুগে সারাবাংলা ডটনেট
পাঠকের আস্থাই সবচেয়ে বড় অর্জন
সারাবাংলা জয় করুক পাঠকের হৃদয়
সারাবাংলা/এআই/এমও
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রতিনিধি সম্মেলন সম্মেলন সারাবাংলা