Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২২ ২২:৩৬

বগুড়া: বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভটভটিতে থাকা দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগাবটতলার ইটালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে ছেড়ে আসা শেরপুরগামী ভটভটিতে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

সারাবাংলা/একে

বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর