Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াসার তাকসিম খানের নিয়োগের বৈধতা নিয়ে আদেশ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২২ ১৮:৪৩

হাইকোর্ট

ঢাকা: ঢাকা ওয়াসার মহাব্যবস্থাপক (এমডি) তাকসিম এ খানের নিয়োগের বৈধতার বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (৫ ডিসেম্বর) এ বিষয়ে করা রিটের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। ঢাকা ওয়াসার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম মাছুম।

এর আগে রোববার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

রিটে অভিযোগ করা হয়েছে, ওয়াসার এমডি তাকসিম জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন।

রিটকারী আইনজীবী সায়েদুল হক সুমন বলেন, গত ১৩ বছর ধরে ওয়াসার এমডির পদে আছেন তাকসিম এ খান। অথচ একটি পদে স্বাভাবিকভাবে পাঁচ বছর, বা তার বেশি থাকার ইতিহাস আমাদের নাই। ২০০৯ সাল থেকে তিনি একই পদে।

তিনি আরও বলেন, তাকসিম এ খানের নিয়োগ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রিটে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তাকসিম এ খানসহ সাত জনকে বিবাদী করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

ওয়াসার এমডি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর