Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে মঙ্গলবার বন্ধ থাকবে যে সব সড়ক

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২২ ১৮:২৮ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২২ ১৮:৩৭

ঢাকা: মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিতে হবে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন। এই সম্মেলন আয়োজিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলন উপলক্ষে সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাসমূহে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।

সোমবার (৫ আগস্ট) ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ থেকে জানানো হয়, ছাত্রলীগের সম্মেলন উপলকক্ষে যানজট এড়ানোর জন্য রাজধানীর কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

এ ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সারাবাংলা/এসবি/একে

ছাত্রলীগ ট্রাফিক নির্দেশনা ডিএমপি ঢাকার সড়ক সম্মেলন

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর