Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে কলাবাগান থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২২ ১৮:২২ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২২ ১৮:২৪

নরসিংদী: জেলার রায়পুরা উপজেলার একটি কলাবাগান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগান থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে রায়পুরার শেরপুর গ্রামের বেড়িবাড়ি কলাবাগানে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তির  লাশ উদ্ধার করে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোবিন্দ সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এলাকার কেউ লাশ দু’টির পরিচয় নিশ্চিত করতে পারেনি। রাতের কোনো এক সময় তাদের হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ ছাড়া খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোসেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সারাবাংলা/ইআ

অজ্ঞাত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর