ভারত থেকে ২২১১ টন পেঁয়াজ আমদানি করেছে টিসিবি
৫ ডিসেম্বর ২০২২ ১০:০০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২২ ১০:০৯
যশোর: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২ হাজার ২১১ মেট্রিক টন টিসিবির পেঁয়াজ আমদানি হয়েছে। ৩১৯ মার্কিন ডলার মূল্যে প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে।
গতকাল রোববার (৪ ডিসেম্বর) বিকেলের পর থেকে এসব পেঁয়াজ বেনাপোল বন্দর থেকে খালাস হয়েছে। এই পেঁয়াজ খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট সিএন্ডএফ এজেন্ট।
এই সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ২ হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। আমদানিমূল্যের ওপর ১০ শতাংশ শুল্ক কর দিয়ে প্রতিকেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৭.৮৯ টাকা। বন্দর থেকে পেঁয়াজ দ্রুত খালাস নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, ভারত থেকে ৮৭ মেট্রিক টন টিসিবির পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত পেঁয়াজ ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন।
সারাবাংলা/এমও