Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বৈরাচার সরকারকে উচ্ছেদ করতে হবে: আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ২২:১৪

আ স ম আবদুর রব, ফাইল ছবি

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এই স্বৈরাচার সরকারকে উচ্ছেদ করতে হবে। রাষ্ট্রসংস্কার করতে হবে। স্বৈরাচারের বিপরীতে জনগণের সক্রিয় ব্যাপক প্রত্যক্ষ ও বিপুল অংশগ্রহণের মধ্যদিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

রোববার (৪ ডিসেম্বর) জাসদের কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাসদ কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফেরামের সভাপতি মোস্তফা মহাসীন মন্টু, জাসদ একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্রসংস্কারের নেতা হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু, জাসদের ভাইস প্রেসিডেন্ট তানিয়ার রব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানাউল হক।

আ.স. ম আব্দুর রব বলেন, ‘আজ পুলিশ ও র‌্যাবের নির্যাতনে জনগণ অতীষ্ট। র‌্যাব আজকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। দলীয় আজ্ঞাবহ পুলিশ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সংবিধানের আওতাধীন গণমুখী পুলিশ কমিশন গঠন করতে হবে। দুনীতি অপচয়রোধে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

রব বলেন, ‘দেশে দশটি প্রদেশ গঠন করতে হবে। প্রতি প্রদেশে হাইকোর্ট বিভাগ থাকবে। সংসদে উচ্চকক্ষ গঠিত হবে। উচ্চকক্ষে শ্রমজীবী কর্মজীবীদের প্রতিনিধিত্ব থাকতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংবিধানের সংস্কার করতে হবে। কারণ ৭২ এর সংবিধানে গণবিরোধী ও ফ্যাসিবাদী স্বার্থ সামগ্রিকভাবে সংরক্ষিত আছে। এই সংবিধান জনগণের অভিপ্রায় নয়-ক্ষমতাসীনদের খেলার হাতিয়ারমাত্র।’

সারাবাংলা/এএইচএইচ/একে

আ স ম রব জাসদ স্বৈরাচার সরকার