Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি কেজি এলপিজির দাম ৪ টাকা বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ২০:১১

ঢাকা: কেজি প্রতি ৪ টাকা বাড়িয়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। রোববার (৪ ডিসেম্বর) চলতি মাসের জন্য নতুন এ দাম ঘোষণা করেছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই এলপিজির দাম বাড়ানো হয়েছে বলে বিইআরসি সংবাদ সম্মেলনে জানিয়েছে।

গত নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১০৪ টাকা ২৬ পয়সা। যা চলতি ডিসেম্বরের জন্য ১২ কেজি ওজনের সিলিন্ডারের জন্য ১০৮ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রতি কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৯৭ টাকা। ১৬ কেজি ওজনের সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৬২১ টাকা, ১৮ কেজি ওজনের সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৯৪৬ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ১৬২ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২৫ কেজি ২ হাজার ৭০২ টাকা, ৩০ কেজি হাজার ২৪৩ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৬৭ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৭৮৩ টাকা এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারের মূল্য ৪ হাজার ৮৬৪ টাকা।

বিজ্ঞাপন

বিইআরসি জানায়, নভেম্বরে এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের ৩৫ অনুপাত ৬৫ মিশ্রণের প্রতি টনের সৌদি সিপি মূল্য ছিল ৬১০ ডলার। চলতি মাসে তা বেড়ে ৬৫০ ডলারে ঠেকেছে। ফলে খুচরা পর্যায়ে বেড়েছে এলপিজির দাম।

নতুন দাম অনুযায়ী প্রতি কেজি রেটিকুলেটেড এলপিজির দাম ১০৪ টাকা ৮৫ পয়সা ঠিক করা হয়েছে, যা আগের মাসে ছিল ১০১ টাকা ২ পয়সা। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে ৬০ টাকা ৪১ পয়সা, যা আগের মাসে ছিল ৫৮ টাকা ২৮ পয়সা।

সারাবাংলা/জেআর/একে

এলপিজি গ্যাস গ্যাস সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর