Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট করবে: বঙ্গবীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৬:২৭

বঙ্গবীর কাদের সিদ্দিকী, ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আজ আওয়ামী লীগ ক্ষমতায়। তাই তারা লুটপাট করছে। মানি লন্ডারিং করছে। বিরোধী দলের উপর জুলুম-অত্যাচার করছে। বিএনপি ক্ষমতায় গেলে তারাও লুটপাট, দুর্নীতি মানি লন্ডারিং, জুলুম-অত্যাচার করবে। তাই আমি আওয়ামী লীগ ও বিএনপি থেকে অনেক দূরে থাকি।’

রোববার (৪ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে জাসদ রবের কাউন্সিলে বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন। কাউন্সিলে সভাপতিত্ব করেন আ স ম আব্দুর রব। এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফেরামের সভাপতি মোস্তফা মহাসীন মন্টু, জাসদ একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কারের নেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু, জাসদের ভাইস প্রেসিডেন্ট তানিয়ার রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানাউল হক।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উদ্দেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপির সমাবেশে বাধা দিবেন না। বাধা দিলে লড়াই বাধবে। আর লড়াই বাধলে আপনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। লড়াই বাধিয়ে অতীতে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। বরং আপনি বিএনপিকে সুযোগ করে দিন। ওরা নিজেরাই গাড়ি, ঘোড়া এবং মঞ্চে মারামারি করবে। ওদের মধ্যে ওরাই বড় শত্রু।’

তিনি বলেন,বিএনপির সমাবেশ বা কর্মসূচিগুলোতে আপনি (প্রধানমন্ত্রী) বাধা দিচ্ছেন এতে করে ওদের জনসমর্থন আরও বাড়ছে। আজকে জাসদের কাউন্সিলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে আসিনি। মন্ত্রী এবং এমপি হওয়ার জন্য আসিনি। এখানে এসেছি জাসদের কারণে। জাসদ একমাত্র দল, স্বাধীন দেশে প্রথম দেশ ও জাতির জন্য কথা বলতে জন্ম হয়েছিল দলটির।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘অনেক প্রকৃত আলেম জেলখানায় বন্দী রয়েছেন। সব আলেম খারাপ নয়। আলেমদের ছেড়ে দিন। এতে করে আল্লাহ আপনার উপর খুশি হবেন।’

সারাবাংলা/এএইচএইচ/এনএস

বঙ্গবীর কাদের সিদ্দিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর