Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে আ.লীগ নেতার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৫:১৭

চট্টগ্রাম ব্যুরো: জনসভায় যোগ দিতে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে আসার পথে মিছিলে হঠাৎ অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরীর সদরঘাট থানার শাহজাহান হোটেলের সামনে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।

মৃত জহিরুল ইসলাম বাচা মিয়া (৫০) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বাড়ি একই ইউনিয়নের ছৈয়দাবাদ গ্রামে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) ‍নুরুল ইসলাম আশেক সারাবাংলাকে জানান, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মিছিল নিয়ে জনসভাস্থলে যাবার সময় জহিরুল অসুস্থ হয়ে পড়েন। মিছিলের সঙ্গীদের কয়েকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

সারাবাংলা/আরডি/এমও

আ.লীগ নেতার মৃত্যু জনসভা মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর