Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেখানে শেখ হাসিনার জনসভা, সেখানেই তিনি

সারাবাংলা টিম
৪ ডিসেম্বর ২০২২ ১২:৫০

পলোগ্রাউন্ড থেকে: শরীয়তপুর জেলার চিকন্দিতে বাড়ি মোহাম্মদ আলীর। বয়স ত্রিশের কোঠায়। পদ-পদবিতে নেই, কিন্তু বঙ্গবন্ধু আর শেখ হাসিনার জন্য পাগল। দেশের যে প্রান্তেই শেখ হাসিনার জনসভা হোক না কেন, হাজির থাকেন আলী।

রোববার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে দেখা মেলে আলীর। তার দাবি, আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে গিয়ে তিনি ৬৪ জেলাতেই ঘুরেছেন।

আলী সারাবাংলাকে বলেন, ‘ছোটোবেলায় বাবা-দাদাদের মুখে বঙ্গবন্ধুর কথা শুনেছি, মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। তখন থেকেই বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে মনেপ্রাণে ভালোবাসি। ১২ বছর বয়স থেকে আওয়ামী লীগের সভা-সমাবেশে যাওয়া শুরু করি। দেশের যেখানেই শেখ হাসিনার জনসভা হয়, সেখানেই আমি যাই।’

তিনি জানান, শরীয়তপুর থেকে ঢাকা হয়ে শনিবার রাতে তিনি চট্টগ্রামে পৌঁছান। রাত থেকেই অবস্থান করছেন পলোগ্রাউন্ড এলাকায়।

আলীর মাথায় লাল-সবুজের টুপি, এর ওপর নৌকা। হাতে থাকা পোস্টারে লেখা – ‘আমি চাই বাংলার মানুষের মুক্তি, শোষণের মুক্তি, যদি বাংলার মানুষের মুক্তি না আসে তবে আমার কাছে মৃত্যু শ্রেয়-জননেত্রী শেখ হাসিনা।’

(পলোগ্রাউন্ডে সারাবাংলা টিমে আছেন- শ্যামল নন্দী, ফটোকরেসপন্ডেন্ট, ইমরান চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট ও চলন্ত চাকমা, চবি করেসপন্ডেন্ট)

সারাবাংলা/আরডি/এমও

শেখ হাসিনার জনসভা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর