চট্টগ্রামে শেখ হাসিনা, বিকেলে ভাষণ দেবেন জনসভায়
৪ ডিসেম্বর ২০২২ ১১:০৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১২:১১
ঢাকা: সেনাবাহিনীর একটি অনুষ্ঠান ও আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে চট্টগ্রাম এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ পরিদর্শনে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী।
মিলিটারি একাডেমিতে অনুষ্ঠানে অংশ শেষে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে যাবেন শেখ হাসিনা। স্টেডিয়াম থেকে গাড়িতে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন।
চট্টগ্রাম নগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি ১৬০ ফুট লম্বা নৌকার আদলে তৈরি সভা মঞ্চে ভাষণ দেবেন তিনি। চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
সকাল ১০টার পর থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলের দিকে দলীয় নেতাকর্মী সমর্থকরা উৎসবমুখর পরিবেশে মিছিল সহকারে জনসভায় যোগ দিতে আসছেন।
সারাবাংলা/এনআর/এমও