Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি সতর্কতায় বনানী হোটেলে অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ২৩:৪২ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১৩:৪৩

ঢাকা: জঙ্গি থাকতে পারে এমন তথ্য পেয়ে রাজধানীর বনানীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে তথ্যের সত্যতা মেলেনি। তবে পুলিশ বলছে, জঙ্গি রয়েছে এমন সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। শুধুমাত্র সন্দেহ ছিল যে, এখানে জঙ্গি থাকতে পারে। তার ভিত্তিতেই আমরা এখানে অভিযান পরিচালনা করি। কিন্তু সেখানে কোনো জঙ্গি পাওয়া যায়নি।

শনিবার রাত ৮টা থেকে রাজধানীর বনানী কাকলী এলাকার নর্থ সিটি হোটেল জঙ্গি সন্দেহে ঘিরে রাখে। পরে সেখানে অভিযান চালায় পুলিশ। এছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান ২ নম্বরের রাজনৈতিক কার্যালয় সংলগ্ন ৮৬ নম্বর রোডেও ব্লক রেইড দিয়েছিল পুলিশ।

বিজ্ঞাপন

অভিযান শেষে রাত ১১টার দিকে গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্য পেয়ে আমরা হোটেলটি ঘিরে রাখি। এরপর সেখানে অভিযান চালানো হয়। এতে কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হোটেলটিতে জঙ্গিরাই অবস্থান করছে এমন সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। আমরাও ধরে নিয়েছিলাম জঙ্গি বা অন্য কোনো চিহ্নিত অপরাধী বা কোনো মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তবে কাউকে পাওয়া যায়নি।’

এর আগে, রাত ৯টার দিকে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া সারাবাংলাকে বলেন, ‘আমরা অভিযানে আছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

এদিকে, রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে রহমানিয়া আবাসিক হোটেলেও অভিযান চালায় পুলিশ। সেখানে মাদক ব্যবসায়ী বা অন্য কোনো অপরাধী আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেখান থেকেও কাউকেই আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

জঙ্গি পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর