আবাসিক হোটেলে ‘লুকিয়ে’ জঙ্গি— তথ্য পেয়ে অভিযানে পুলিশ
সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ২২:৫৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২২ ২৩:৪২
৩ ডিসেম্বর ২০২২ ২২:৫৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২২ ২৩:৪২
ঢাকা: ঢাকায় বড় ধরনের নাশকতার উদ্দেশে জঙ্গিরা লুকিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ১০ টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জঙ্গিরা ভেতরে আছে এমন তথ্যের ভিত্তিতে বনানীতে একটি হোটেলে পুলিশের অভিযান চলছে। আমরা এখন অভিযানে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘পলাতক জঙ্গিরা এখানে থাকতে পারে। অভিযানে সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিট অংশ নিচ্ছে।’
সারাবাংলা/ইউজে/একে