Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ ভরি সোনাসহ ভারতীয় নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ১৭:৪৩

কুসুম সরকার

দিনাজপুর: জেলার হিলি চেকপোস্টে ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি সোনাসহ ছয় কেজি পিতলের আংটি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজার মূল্য প্রায় সাত লাখ ৬০ হাজার টাকা। আটককৃত ভারতীয় নাগরিকের নাম কুসুম সরকার।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় নারী কুসুম সরকার দেশে ফিরে যাওয়ার সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে কাস্টমসের ব্যাগেজ শাখায় আসেন। এ সময় তার গতিবিধি দেখে সন্দেহ হলে কাস্টমস নারী সদস্যরা তাকে তল্লাশি করেন। পরে তার কাছ থেকে ৯ ভরি সোনার গহনা ও ৬ কেজি পিতলের আংটি পাওয়া যায়। যার মুল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোনার গহনা ও পিতলের আংটি জব্দ করে কাস্টমস গুদামে জমা করা হয়েছে। পরে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় নাগরিক কুসুম সরকার ভারতের পশ্চিমবঙ্গের রাঘুনাথবাতি গ্রামের বাসিন্দা। তিনি গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) এই পথ দিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসেন বলে জানিয়েছেন আব্দুল মজিদ।

সারাবাংলা/এনএস

সোনা জব্দ হিলি চেকপোস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর