Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেগুনা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ইডেন ছাত্রীর


৩০ এপ্রিল ২০১৮ ১৫:২৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ১৬:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় চলন্ত হিউম্যান হলার (লেগুনা) থেকে ছিটকে পড়ে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) বেলা ১২ টার দিকে শনির আখরা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর আহত ওই ছাত্রীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই ছাত্রীর নাম নুসরাত জাহান ঝুমা (১৯)। তিনি ইডেন মহিলা কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় আসার পর দুর্ঘটনা কবলিত লেগুনাটি স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা খায়। এতে লেগুনার পিছনের দিকে বসে থাকা ঝুমা রাস্তার উপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। তখনই তাকে কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে যায়।

নিহতের বড় বোন জেবুন্নেছা জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাহেরচড় গ্রামে। বাবা মৃত আবুল হোসেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে ঝুমা ছিলেন সবার ছোটো। তারা যাত্রাবাড়ি দনিয়ায় নুরপুর এলাকায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ওই ছাত্রীর মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/টিএম/এমআইএস

যাত্রাবাড়ি সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর